রায়ে আদালত আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে তা ভুক্তভোগীর পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম সজীব বেপারী। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা ও রায়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৫ মে কেরানীগঞ্জের বাসায় ছয় বছরের মেয়েশিশুসহ দুই সন্তানকে বাসায় রেখে কাজে যান বাবা-মা। পূর্বপরিচিত সজীব মেয়েশিশুটিকে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মেয়েশিশুটির বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি সজীবকে গ্রেপ্তার করে।