Homeদেশের গণমাধ্যমেকোটা বাতিলের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

[ad_1]

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে কোটায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বাতিল করে মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির দাবি করেন তারা।

রোববার (১৯ জানুয়ারি) রাত ১০টায় কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বিক্ষোভটি হলপাড়া ঘুরে নায়েমের গলি হয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে দিয়ে ঘুরে ঢাকা কলেজের মূল ফটকে সমাপ্ত হয়।

এ সময় তারা ‘কোটা না মেধা, মেধা মেধা, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, শহীদ ওয়াসিম-সাইদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ২৪ এর বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, হলে হলে খবর দে, কোটা প্রথার কবর দে ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব সজিব উদ্দীন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবু সাইদ, ওয়াসিম মুগ্ধসহ দুই হাজারেরও বেশি শিক্ষার্থী শহীদ হয়েছেন। তারপরও সেই কোটা বহাল রেখেছে স্বৈরাচারের আমলারা। ছাত্রজনতার সরকার তাদেরকে হটাতে ব্যর্থ। প্রয়োজনে রাজপথে আবার জীবন দেব কিন্তু এ কোটা বাতিল করেই ছাড়ব। ২৪ ঘণ্টার মধ্যে যেন মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয়, না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, মেডিক্যালের রেজাল্ট পাবলিশ করেছে। ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্রজনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে ৪১ পেয়ে চান্স পেয়েছে অথচ ৭৫ নাম্বার পেয়েও চান্স হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি অতি শিগগিরই এ কোটাপ্রথা বাতিল করা হোক। নতুন করে ফলাফল প্রকাশ করা হোক সেখানে যেন কোনো কোটা না থাকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত