Homeদেশের গণমাধ্যমেক্রিকেট রানের খেলা, ব্যাটারদের কাছে বেশি প্রত্যাশা মিরাজের

ক্রিকেট রানের খেলা, ব্যাটারদের কাছে বেশি প্রত্যাশা মিরাজের

[ad_1]

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। টপঅর্ডারে মোটামুটি ধারাবাহিকভাবে রান করা নাজমুল হোসেন শান্তও ছিলেন না।

ওয়ানডে সিরিজের অবস্থা আরও খারাপ। তিন ম্যাচের সিরিজে নেই ৪ জন- সাকিব, মুশফিক, শান্ত ও তাওহিদ হৃদয়।

সাকিব নিরাপত্তার কারণে দেশে খেলতে পারছেন না। এখন বিদেশেও খেলতে চান না। মুশফিকের হাতের আঙ্গুলে ফ্র্যাকশ্চার। আর শান্তর ও হৃদয়ের কুঁচকিতে চোট।

নির্ভরযোগ্য ৪ ক্রিকেটার ছাড়া সিরিজ শুরুর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ কী ভাবছেন- তিনি কি চিন্তিত? লক্ষ্য আর পরিকল্পনা কী টাইগার অধিনায়কের?

ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরাজ পরিষ্কার জানান, বোলিং বিভাগ নিয়ে তেমন চিন্তিত নন তিনি। কারণ, বোলিংটা মোটামুটি ভালো অবস্থায় আছে। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ছাড়া ফ্রন্টলাইন বোলারদের সবাই আছেন। অধিনায়ক মিরাজ মনে করছেন, ব্যাটারদের রান করতে হবে।

মিরাজের অনুভব, উইকেট ভালো; ব্যাটিং সহায়ক। এখানে প্রধান কাজ হলো রান করা। ব্যাটাররা রান করতে পারলে ভালো কিছুর আশা থাকবে। তাই ব্যাটারদের কাছে রান চান ক্যাপ্টেন মিরাজ।

মিরাজ বলেন, ‘ব্যাটারদের এগিয়ে আসতে হবে। ক্রিকেটটা রানের খেলা। আপনি রান যখন করবেন, বোলারদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের দলের মধ্যে এটাই পরিকল্পনা করছি। ব্যাটাররা কীভাবে রান করতে পারি; বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি, খুব ভালো উইকেট। আমরা ওভাবে পরিকল্পনা করবো। মিটিং করে কীভাবে খেললে ভালো হবে আমাদের দলের জন্য ওটা চেষ্টা করবো।’

অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের মানসিক দিক থেকে চাঙ্গা রাখা ও অনুপ্রাণিত করাই নিজের প্রধান কাজ মনে করছেন মিরাজ।পাশাপাশি পারফর্ম করে দলকেও সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি।

মিরাজ বলেন, আসলে দেখেন, চেষ্টা করতে পারি। পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। দলের প্রতিটা খেলোয়াড়ের ভালো খেলাও খুব জরুরি। অধিনায়ক হিসেবে আমার চাওয়া থাকবে সাপোর্ট করা, অনুপ্রাণিত করা ও খেলোয়াড়দের কীভাবে পারফর্ম করানো যায় সেভাবে সতীর্থদের সঙ্গে কথা বলা। নিজেরও দিনশেষে পারফর্ম করা। সব মিলিয়ে যে জিনিসটা থাকবে তা হলো- চেষ্টা করবো সবাইকে ইতিবাচকভাবে চিন্তা করানোর জন্য, কীভাবে ভালো খেলা যায়।’

এআরবি/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত