Homeদেশের গণমাধ্যমেক্লাস ফোরে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ

ক্লাস ফোরে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ

[ad_1]

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় একদিন সহপাঠী বন্ধুর হাতে মার খেয়েছিলেন তিনি। তখন সেটা ছিল একেবারে ছেলেমানুষি ব্যাপার। কিন্তু সেই ঘটনার রেশ যে তিনি ৫০ বছর ধরে মনে পুষে রেখেছিলেন, সেটা কেউই কল্পনা করতে পারেননি।

সম্প্রতি সেই স্কুলের অনুষ্ঠানে এসেই বালকৃষ্ণণ খুঁজে পান সেই পুরনো ‘সহপাঠী’—ভি জে বাবুকে। বাবু ৫০ বছর আগে তাকে মেরেছিলেন! আর তাকে দেখা মাত্রই জ্বলে উঠে বালকৃষ্ণণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাবুর দিকে তেড়ে যান বালকৃষ্ণণ। অভিযোগ উঠেছে, তিনি পাথর দিয়ে বাবুর মুখ ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি, হইচই শুরু হয়। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ থমকে যায়।

এ ঘটনায় শুধু বালকৃষ্ণণই নয়, সঙ্গে থাকা ম্যাথু নামের আরও এক সহপাঠীকেও গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি কেরলের কাসারগড়ে। ২ জুন সেখানকার একটি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘রিইউনিয়ন’। বহু বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। তথ্যসূত্র: আনন্দবাজার



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত