Homeদেশের গণমাধ্যমেখাবারের মানোন্নয়নসহ বিভিন্ন দাবিতে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

খাবারের মানোন্নয়নসহ বিভিন্ন দাবিতে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি


বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি, ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই প্রদানসহ বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এই স্মারকলিপি দেন শাখা সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ শাখা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহের মধ্যে রাজধানী ঢাকা শহরে নানাবিধ স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের চলাফেরা করতে হয়। কিন্তু ঢাকা শহরের অন্যান্য এলাকার মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির যথাযথ ব্যবস্থা নেই।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের ক্যান্টিনে পরিবেশিত খাদ্য অত্যন্ত নিম্নমানের হওয়ায় গ্রীষ্মের এই দাবদাহের সময়টাতে শিক্ষার্থীদেরকে নানাবিধ অসুস্থতার শিকার হতে হয়। শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত কলা ভবনের পিছনের রাস্তাসহ হল পাড়ার রাস্তাগুলোর বর্তমান অবস্থা একেবারেই যাতায়াতের অনুপযুক্ত। আসন্ন বর্ষাকালে এই ভাঙা রাস্তায় পানি জমে চলাচলের অনুপোযোগী হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের।

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিবেদিতপ্রাণ ইন্টারনেট সেবার ব্যবস্থা নেই। বেশিরভাগ বিভাগের সেমিনার লাইব্রেরিতে নেই প্রিন্টিং, ফটোকপি বা স্ক্যানিং করার সুবিধা।

এমতাবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও কল্যাণার্থে নিম্নের ৫টি বিষয়ে অতি দ্রুততার সাথে গুরুত্বারোপ করে শাখা ছাত্রদল। এগুলো হলো-

১। আবাসিক হলের ক্যান্টিনসমূহে পরিবেশিত খাদ্যের মানোন্নয়ন,

২। হল পাড়া ও কলা ভবনের পিছনের রাস্তার উপযুক্ত মেরামত,

৩। ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্টে ফিল্টার পানি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পানির ফিল্টার স্থাপন,

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালুকরণ, এবং

৫। প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্টিং ও স্ক্যানিংয়ের সুবিধা নিশ্চিতকরণ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত