Homeদেশের গণমাধ্যমে‘খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল’

‘খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল’

[ad_1]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য। তবু পরিকল্পিতভাবে তাকে ১২ বছর দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ সশস্ত্র বাহিনী, এয়ার চিফ, নেভাল চিফকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস যে সম্মান ম্যাডামকে দেখিয়েছেন, তাতে আমরা যেমন কৃতজ্ঞ, তেমনই গোটা জাতি আনন্দিত হয়েছে।

২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে সপরিবার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে নিমন্ত্রণ পান তিনি।

২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন।

এ ছাড়া ২০১২ সালে শেষবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত