[ad_1]
রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. আবুল হাসান (৪০)। তিনি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবকিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া।
সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল হাসান।
গ্রেফতার আবুল হাসানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে।
টিটি/এমআইএইচএস
[ad_2]
Source link