প্রথম ইনিংসে ১ উইকেটে ১০৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। ২৫৩ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা দলটি তিন ফিফটিতে সেই ব্যবধান কমিয়েছে ৮০ রানে।
বাংলাদেশ ‘এ’ দলের পেসার খালেদ আহমেদ লাঞ্চের পরপর টানা দুই বলে উইকেট নিয়ে উত্তেজনা ফেরান। কিন্তু নিক কেলি ও ম্যাথু বয়েলের ১০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে সফরকারীরা। ৪ উইকেট হারিয়ে ২৭৭ রান তাদের।
কেলি ৮৩ ও বয়েল ৪৪ রানে অপরাজিত আছেন।
এর আগে জো কার্টারকে ফিরিয়ে কুর্টিস হিফির ১০৪ রানের জুটি ভাঙেন সাইফ হাসান। কার্টার ৬২ রান করেন। হিফিও ফিফটি পান। ২০৩ বলে ৬ চারে ৭১ রানে থামেন তিনি। কেলির সঙ্গে তার জুটি ছিল ৪৭ রানের। হিফির পর ডেল ফিলিপস গোল্ডেন ডাক মারেন।
খালেদের এই জোড়া আঘাত বাদে পুরো দিন ছিল নিউজিল্যান্ডের।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৫৭ রান করেছিল।