[ad_1]
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে ছাড়ার পর তিলপাপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল। তখন একদল যুবক ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর ছোড়েন। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ করছে।
ওসি জয়নাল আবেদীন আরও বলেন, গত ৩০ নভেম্বর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হন। পরে ৪ ডিসেম্বর খিলগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলায় একজন গ্রেপ্তার হলেও পরে তিনি জামিনে ছাড়া পান। এর জের ধরে একদল যুবক যমুনা এক্সপ্রেসের জানালা লক্ষ্য করে পাথর ছুড়েছেন।
[ad_2]
Source link