Homeদেশের গণমাধ্যমেখিলগাঁওয়ে বাসের ধাক্কায় এসআই নিহত

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় এসআই নিহত

[ad_1]

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় কামরুল ইসলাম (৩৭) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে। তিনি মতিঝিল থানায় কর্মরত ছিলেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলাম ব্যাংক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত পুলিশ সদস্য বাসাবো এলাকায় তার বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল মতিঝিল থানায় যাওয়ার পথে বলাকা পরিবহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের তার মরদেহ মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, এই ঘটনায় পথচারীরা বলাকা পরিবহন বাসটি জব্দ করা করেছে। বাসের চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকেও আটক রয়েছ। এ বিষয়ে মামলা ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত