[ad_1]
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সৈকত, মো. মেহেদী হাসান, রওশন আনিজি, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম, মো. আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান, আশিকুর রহমান মোল্লা, রাব্বি, ইয়াসির রাব্বি, মো. সাকিব শেখ ও নাঈমুর রহমান।
রায় ঘোষণার পর নিহত হাসিবুর রহমানের বাবা হাবিবুর রহমান বলেন, এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা ভেবেছিলেন কয়েকজন আসামির ফাঁসি হবে। কিন্তু তা হয়নি, এ কারণে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী রোমানা তানহা বলেন, হাসিবুর রহমান হত্যা মামলায় দীর্ঘ বিচার শেষে আদালত রায় দিয়েছেন। রায়ে ৫ জন আসামি খালাস পেয়েছেন। বাকি ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
[ad_2]
Source link