Homeদেশের গণমাধ্যমেখেজুরের আমদানি শুল্ক কমল, অগ্রিম করও থাকছে না

খেজুরের আমদানি শুল্ক কমল, অগ্রিম করও থাকছে না

[ad_1]

আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে সবচেয়ে বেশি আমদানি হয় খোলা খেজুর। এ ছাড়া আজওয়া, মরিয়ম, মেডজুল—এ ধরনের দামি খেজুর আমদানি করা হয় রোজা সামনে রেখে। সবচেয়ে বেশি আমদানি হওয়া খোলা খেজুরের আমদানি মূল্য প্রতি কেজি গড়ে ৬১ সেন্ট হলে তাতে ডলারপ্রতি দর ১২০ টাকা ধরে দাম পড়ে ৭৩ টাকা। এ–জাতীয় খেজুর আমদানিতে ব্যবসায়ীদের প্রতি কেজিতে ৫২ টাকা শুল্ককর দিতে হয়। তাতে আমদানি খরচ বেড়ে দাঁড়ায় ১২৫ টাকা। একইভাবে অন্যান্য খেজুরের দামও শুল্কের কারণে বেড়ে যায়। তাতে রোজার সময় দেখা যায় খেজুরের দাম অস্বাভাবিকভাবে বাড়ে। এবার যাতে সেটি না হয়, তার জন্য আগেভাগেই শুল্ক ও কর কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আগামী মার্চের শুরুতে দেশে রোজা শুরুর কথা রয়েছে। সেই হিসাবে রোজা সামনে রেখে এখনই আমদানিকারকেরা খেজুর আমদানি শুরু করেছেন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত