Homeদেশের গণমাধ্যমেগতিতে শোয়েবকে ছাড়িয়ে গেলেন সিরাজ, আসলে কি ঘটেছিল?

গতিতে শোয়েবকে ছাড়িয়ে গেলেন সিরাজ, আসলে কি ঘটেছিল?

[ad_1]

প্রকাশিত: ২২:১০, ৬ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২২:১১, ৬ ডিসেম্বর ২০২৪

গতিতে শোয়েবকে ছাড়িয়ে গেলেন সিরাজ, আসলে কি ঘটেছিল?


ক্রিকেট মাঠে পেসারদের কাজই গতির খেল দেখানো। গতির এই খেলায় সবাইকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের শোয়েব আখতার। বিশ্বের দ্রুততম গতির বলটির রেকর্ড এখনো তার দখলে। এবার সেই রেকর্ড টপকে আরও বেশি গতি তুললেন ভারতের মোহাম্মদ সিরাজ। পরে জানা গেল, সিরাজের বলটির গতি ভুল মেপেছে স্পিডোমিটার!

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রীর টেস্টে স্পিডোমিটারে সিরাজের একটি ডেলিভারির গতি ওঠে ঘণ্টায় ১৮১.১ কিলোমিটার। যা শোয়েব আখতারের করা রেকর্ডের থেকে প্রায় ২০ কিমি বেশি গতিবেগ। যেটা দেখে সবাই অবাক যেমন হয়েছে, তেমনি মজাও পেয়েছে।

এই ঘটনার পর মুহূর্তটি ভাইরাল করে দেন ভক্ত-সমর্থকরা। কেউ কেউ মজার মিমও শেয়ার করতে থাকেন। টুইটারে একজন লিখেছেন, সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায়। আরেকজন লিখেছেন, সকলের সামনে উপস্থিত হচ্ছে বিশ্বের দ্রুততম বোলার। কেউ লিখছেন, ভিভ রিচার্ডসের পর এবার শোয়েব আখতারের মতো পারফরম্যান্স দেখাতে চাচ্ছেন সিরাজ।

শোয়েব আখতার ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে একটি বল করেন। যেটি এখনো বিশ্বের সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড। দুই দশক পেরিয়ে গেলেও রেকর্ড ভাঙতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ গতির বলটি করেছেন অস্ট্রেলিয়ার শন টেইট। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.১ কিলোমিটারের গোলাটি ছুঁড়েছিলেন তিনি।

ঢাকা/বিজয়



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত