আজ সকালে রিমার বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙা গোয়ালঘরে ছোট্ট একটি বাছুরকে ধরে বসে বসে কাঁদছেন। একপর্যায়ে রিমা বলেন, ‘৮-১০ বছর অন্য মানুষের গরু বর্গা আইন্না পালছি। ধারদেনা কইরা একটা গরু কিনছিলাম। ওই গরু দিয়া তিল তিল কইরা ঘরটা ভইরা ফালাইছিলাম। চাইরজনের সংসার, দুই পোলাপাইনের সব খরছ গরুর রোজগার দিয়াই চলতো। এই গুলাই আমাগো সম্পদ আছিলো। চোখের সামনেই সব শেষ হইয়া গেলো।’
রিমা-মহসিন দম্পতির মতোই নিজেদের এক বা একাধিক গরু হারিয়ে এখন দিশাহারা গ্রামটির আরও ১৮টি পরিবার। শুক্রবার খাল পার হতে গিয়ে কচুরিপানার চাপ আর জোয়ারের পানিতে ডুবে স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও ইয়ানূর হোসেনের ৩টি করে মোট ৬টি, এম আর হোসেনের দুটি, মাসুম মিয়ার একটি, আবুল হোসেনের ৩টি, শাহজালালের ৩টি, কবির হোসেন খানের ৩টি, শরিফ হোসেনের ৩টি, তরিকুল ইসলামের ২টিসহ মোট ২৯টি গরুর মৃত্যু হয়েছে।