Homeদেশের গণমাধ্যমেগহড়া-শিমুলতলার শাপলা বিল | প্রথম আলো

গহড়া-শিমুলতলার শাপলা বিল | প্রথম আলো

[ad_1]

কুয়াশামাখা দূরের পাহাড়, এপাশে সবুজ-শ্যামল গহড়া-শিমুলতলা গ্রাম। চারদিকে ফসলের মাঠ। মাঝখানে গহড়া-শিমুলতলা বিল। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নের গ্রাম এটি। সিলেটের নতুন পর্যটন সম্ভাবনার স্থান এই গহড়া-শিমুলতলা। বিলের মধ্যখানে ফুটে আছে অজস্র লাল শাপলা ফুল। ভোরের সূর্যের আলোয় চিকচিক করছে বিলের পানি। লতা-পাতায় ঢেকে গেছে পুরো বিল। বর্ষায় পানিতে ভরপুর থাকলেও হেমন্ত-শীতে গহড়া-শিমুলতলা বিলে ফুটতে শুরু করে লাল শাপলা। শাপলা ফোটা বিলে শীতের শুরুতে আবাস গড়ে পরিযায়ী পাখি। কুয়াশামাখা সকালে পাখির কলতান আর শাপলার অপরূপ দৃশ্যে সাজে লাল শাপলার এই বিল। সিলেট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ও গোয়াইনঘাট উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরত্বে ব্যক্তিমালিকানা গহড়-শিমুলতলা শাপলা বিলটি সিলেটের পর্যটনের তালিকায় যুক্ত হতে পারে। সিলেটে আসা পর্যটকেরা গহড়া-শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত