Homeদেশের গণমাধ্যমেগাজীপুরের সাবেক মেয়র কিরণ আদালতে

গাজীপুরের সাবেক মেয়র কিরণ আদালতে

[ad_1]

গাজীপুরে হত্যাসহ বিভিন্ন মামলায় সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে তাকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। পরে আদালতের বিচারক ইকবাল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী কালবেলাকে বলেন, বাসন, কাশিমপুর, কোনাবাড়ি ও সদর থানার হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৯টি মামলায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগে গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কিরণ। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও পাঁচ বার নির্বাচিত হয়েছেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে, আসাদুর রহমান কিরণের ফাঁসি দাবি করে আদালতে প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে আদালতে নেওয়ার সময় তার ওপর ডিম নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত