Homeদেশের গণমাধ্যমেগাজীপুরে ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার  

গাজীপুরে ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার  

[ad_1]


 কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৮ মার্চ ২০২৫  

গাজীপুরে ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার  

রমিজ উদ্দিন সৈকত


গাজীপুরের শ্রীপুর উপজেলায় তরমুজ বিক্রির টাকা চাওয়ায় ফল বিক্রেতা এনামুল হক মুন্সীকে মারধরের অভিযোগ উঠেছে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সৈকতের (৩০) বিরুদ্ধে। উপজেলা বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে তাকে মারধর করা হয় বলে দাবি করেন এনামুল হক মুন্সী।

এ ঘটনায় ছাত্রদল নেতা রমিজ উদ্দিন সৈকতকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (৭ মার্চ) বিকালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা সৈকত গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রমিজ উদ্দিন সৈকতকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অব্যাহতিপ্রাপ্ত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে অব্যাহতি পাওয়া ও অভিযুক্ত রমিজ উদ্দিন সৈকত বলেন, ‘‘আমি ব্যবসায়ীকে মারধর করিনি। স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন।’’

তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেন রমিজ উদ্দিন সৈকত। তিনি বলেন, ‘‘ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিল। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী আমাকে মারধর করেন।’’

 

ঢাকা/রফিক/বকুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত