এলজির দাবি, নতুন প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করলে গাড়ির ভেতরে আলাদা কোনো স্ক্রিন বা বাটনের প্রয়োজন হবে না। এক স্ক্রিনেই গাড়ির ভেতরে থাকা সব সুবিধা নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে ডিসপ্লে প্রযুক্তিটির উন্নয়নে ‘সুইচেবল প্রাইভেসি মোড’ নিয়ে কাজ চলছে। নতুন এ সুবিধা যুক্ত হলে গাড়ির সামনে থাকা যাত্রীরা যেসব ভিডিও বা অ্যাপ ব্যবহার করবেন, তা চালক স্পষ্টভাবে দেখতে পারবেন না। এর ফলে চালকের মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমবে, বাড়বে সড়ক নিরাপত্তা।