[ad_1]
‘চলো ভুলে যাই’ গানের রেকর্ড ভার্সনটি পারশার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। পাশাপাশি নতুন আরও কয়েকটি গান নিয়ে কাজ করছেন তিনি। আপাতত সেমিস্টার ফাইনালের পড়াশোনায় ব্যস্ত রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরীক্ষা থেকেই গানে নেমে পড়বেন।
পারশা মাহজাবীনের পৈতৃক নিবাস দিনাজপুরে। তবে বাবার চাকরির সূত্রে জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা বগুড়ায়। মায়ের কণ্ঠে গান শিখেছেন। বছর তিনেক বগুড়ার গানের শিক্ষক আবদুল আউয়ালের উচ্চারণ একাডেমিতে (পরে চর্চা সাংস্কৃতিক একাডেমি) গান শিখেছেন।
উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীতসহ নানা ধরনের গানের চর্চা করেছেন পারশা। ২০১৯ সালে ইউটিউবে চ্যানেল খুলে গান কাভার করতে শুরু করেন।
[ad_2]
Source link