[ad_1]
অ্যালবাম প্রকাশের কথা জানিয়ে রাখলেও উজ্জ্বল জানান, অ্যালবাম কিংবা গান হিট করাতে কোনো ‘বেহায়াপনা’ করতে পারবেন না। তিনি লিখেছেন , ‘এই গান বা অ্যালবাম হিট করানোর জন্য আমরা কোনো বেহায়াপনা করতে পারব না। মিউজিক বিষয়টাই কঠিন, তার ওপরে বেহায়াপনার মতো কঠিন কাজ করতেই পারব না। গান সময় ও যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। গান যাঁরা মন দিয়ে শুনবেন, আমরা আসলে তাঁদের জন্যই গান করি। যাঁরা শুনবেন না, আমরা তাঁদের জন্য গান বানাইনি।’
বেহায়াপনা বলতে কী বোঝাতে চেয়েছেন জানতে চাইলে প্রথম আলোকে আজ শুক্রবার দুপুরে উজ্জ্বল বলেন, ‘বেহায়াপনা শব্দটা আমার ব্যক্তিগত অনুভূতি, যা আমার জন্য বেহায়াপনা, তা অন্যের জন্য স্বাভাবিক আচরণ বা ঘটনা হতেই পারে। অন্যকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয়। যে যার মতো নিজের কাজটা করছে করুক; কিন্তু আমার বক্তব্য হলো শিল্পে একধরনের ধ্যানগ্রস্ততা লাগে, সাধনা লাগে। একজন সাধক বা সৃজনশীল মানুষের পক্ষে নিজেই বিপণনকারী হওয়া সম্ভব না। অন্যদিকে দর্শক-শ্রোতা যদি নিজ দায়িত্বে মানসম্মত কনটেন্ট খুঁজে না নেন, তাহলে এমন একটা সময় আসবে যে গভীর-রুচিশীল কনটেন্ট আর খুঁজেও পাওয়া যাবে না। তাই বলেছি, যারা নিজ দায়িত্বে মন দিয়ে আমাদের গান শুনবে, তাঁদের জন্যই আমরা গান করি, যাঁরা শুনবেন না, তাঁরা আমাদের শ্রোতা নন বলেই ধরে নেব।’
[ad_2]
Source link