Homeদেশের গণমাধ্যমেগায়েবি সাহায্য | প্রথম আলো

গায়েবি সাহায্য | প্রথম আলো

[ad_1]

এটা ছিল সেই নাম, যা তিনি মেঘের ভেতর শুনতে পেয়েছেন।

বাগানের মালিক এবার তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আপনি কেন আমার নাম জানতে চাইলেন?

 তিনি বললেন, যে মেঘের এই পানি, তার ভেতর থেকে আমি আওয়াজ শুনতে পেয়েছি। আপনার নাম নিয়ে বলা হয়েছে যে, অমুকের বাগানে পানি দাও। এরপর জিজ্ঞেস করলেন, আপনি এ বাগানের বিষয়ে এমন কী করেন, বলেন তো?

 বাগানের মালিক বললেন, যেহেতু আপনি জানতে চাইছেন, তাই বলছি, প্রথমে আমি এই বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি। তারপর ফসলের এক-তৃতীয়াংশ সদকা করি, এক-তৃতীয়াংশ আমি ও আমার পরিবার-পরিজনের জন্য রাখি এবং এক-তৃতীয়াংশ বাগানের উন্নয়নে ব্যয় করি। (মুসলিম, হাদিস: ২,৯৮৪)

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত