[ad_1]
রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিক বিষয়টি মেনে নিতে না পারার কথা গতকালই ম্যাচ শেষ হওয়ার পরপরই বলেছিলেন। চীনের ডিং লিরেনকে হারিয়ে ডোমরাজ গুকেশ দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ক্রামনিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘কোনো মন্তব্য নেই, বেদনাহত…শিশুতোষ একটি চালের সাংঘাতিক ভুলে এর আগে কখনো বিশ্ব দাবার শিরোপা নির্ধারণ হয়নি।’
ক্রামনিকের কথায় কেউ কেউ অন্য কোনো ইঙ্গিত পেয়ে থাকতেও পারেন। সেটা যদি না–ও পান, তাহলে রাশিয়ার চেস ফেডারেশনের প্রতিক্রিয়াটা শুনুন। রাশিয়ার চেস ফেডারেশনের প্রধান আন্দ্রেই ফিলাতোভ কোনো রাখঢাক না রেখেই এখানে ফিক্সিংয়ের গন্ধ পাওয়ার কথা বলেছেন!
[ad_2]
Source link