[ad_1]
রাজধানীর গুলশান থানার ওসি তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গুলশান জোন ডিসি অফিসের সামনে স্থানীয়রা ও ছাত্র-জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা ওসি তৌহিদ আহমেদের প্রত্যাহার ‘মানি না মানব না’ বলে স্লোগান দেন।
মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী বলেন, বিগত ৫ মাসে গুলশান এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী নির্মূলের কারিগর, অত্যন্ত সৎ ও মেধাবী ওসি তৌহিদকে অযৌক্তিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্ত প্রত্যাহার না করলে ডিসি অফিস ঘেরাও করা হবে। আমরা কোনো বৈষম্য মানব না।
প্রসঙ্গত, ডাকাতির ঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগে রাজধানীর গুলশান থানার ওসি তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করে রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
[ad_2]
Source link