[ad_1]
বিএনপির নির্দেশনা ছিল, খালেদা জিয়ার যাত্রাপথে জনদুর্ভোগের সৃষ্টি যাতে না হয়, সে জন্য নেতা–কর্মীরা ফুটপাতে দাঁড়াবেন। কিন্তু তা মানা হয়নি। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খান। সেনাসদস্যদেরও তাঁদের সঙ্গে যোগ দিতে দেখা যায়।
খালেদা জিয়ার গাড়িবহরের আগে নেতা–কর্মীদের একটি দল মোটরসাইকেল ও গাড়ি নিয়ে জাতীয় পতাকা হাতে এগোতে থাকেন। পেছনে ছিলেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। নেতা–কর্মীরা ‘গর্ব মোদের আলাদা, নেত্রী মোদের খালেদা’, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন।
পথে পথে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ান। অনেক ব্যানারে খালেদা জিয়ার চিকিৎসার সফলতা কামনা করে লেখা হয়, ‘সেরে উঠুক বাংলাদেশ, সেরে উঠুক গণতন্ত্র’।
[ad_2]
Source link