[ad_1]
অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন নাহরীন মৌয়ের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে গতকাল। ২০১৩ সালের ১ মার্চ তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। বর্তমানে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। গত ১৩ জুলাই নওশীনের কোলজুড়ে তাঁদের সংসারের প্রথম সন্তান মাহভিশার জন্ম হয়।
ফুড ব্লগিং এবং বিভিন্ন ইভেন্টের কাজে বছরে বেশ কয়েকবার হিল্লোলকে দেশে আসতে হয়। তবে নওশীন অনেক দিন পরই দেশে আসেন। যদিও দুজনেই জানিয়েছেন, মনের মতো চিত্রনাট্য ও চরিত্র পেলে তাঁরা অভিনয়ও করবেন। অভিনয়ের তাড়না তাঁদের এখনো রয়েছে। মনের মতো ইভেন্ট বা শো হলে উপস্থাপনার মঞ্চেও ফিরতে চান নওশীন। বড় পর্দায় হিল্লোল ও নওশীন জুটি হয়ে একসঙ্গে কাজ করেছিলেন ‘হ্যালো অমিত’ চলচ্চিত্রে। সেই থেকে হিল্লোলের নাম মোবাইল ফোনে অমিত নামে সেভ করে রেখেছেন নওশীন। আর নওশীনকে হিল্লোল শুরু থেকেই সম্বোধন করেন মৌ নামে।
[ad_2]
Source link