[ad_1]
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:১৪, ১৫ ডিসেম্বর ২০২৪

দুর্ঘটনাকবলিত ট্রাক
গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার মাজরা ও গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালেম্বরদী গ্রামের মৃত মোকাম্মেল মোল্যার ছেলে মাহবুর মোল্যা (৩৫) ও গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকার কেরামত শেখের ছেলে রহমত শেখ (৩০)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা বলেন, ‘‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চালক মাহবুর মোল্যা মারা যান।’’
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ‘‘গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রহমত শেখ (৩০)। দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/বাদল/রাজীব
[ad_2]
Source link