Homeদেশের গণমাধ্যমেগোয়েন্দা কর্মকর্তা ছড়ান ভারতীয় বিমানে বোমাতঙ্ক

গোয়েন্দা কর্মকর্তা ছড়ান ভারতীয় বিমানে বোমাতঙ্ক

[ad_1]

প্রকাশিত: ২২:৪৯, ১০ ডিসেম্বর ২০২৪  

গোয়েন্দা কর্মকর্তা ছড়ান ভারতীয় বিমানে বোমাতঙ্ক


গত নভেম্বর মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার জানা গেল, ওই ব্যক্তি আদতে একজন গোয়েন্দা কর্মকর্তা। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র নাগপুর শাখায় কর্মরত তিনি। খবর আনন্দবাজার অনলাইন।

১৪ নভেম্বর নাগপুর থেকে কলকাতা যাওয়ার পথে বোমাতঙ্ক ছড়ানো হয় ইন্ডিগো-র একটি বিমানে। বিমানটিতে ১৮৭ জন যাত্রী এবং ছয় জন বিমানকর্মী ছিলেন। বোমা রাখার খবরটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি বিমানটিকে ঘুরিয়ে ছত্তিসগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে জানা যায়, বোমার খবরটি ভু্। এর পরেই রায়পুর থেকে অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্প্রতি অনিমেষের আইনজীবী ফয়জ়ল রিজভি দাবি করেছেন, তার মক্কেল আদতে একজন গোয়েন্দা কর্মকর্তা। বিমানে বোমা থাকতে পারে, এই সম্ভাব্য সূত্রের ভিত্তিতেই কাজ করছিলেন তিনি। কেন প্রথমে তার পরিচয় গোপন রেখেছিল পুলিশ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনিমেষের আইনজীবী। 

তবে  রায়পুর পুলিশের সুপার সন্তোষ সিংহের পাল্টা দাবি, অনিমেষকে আটক করার পরপরই পুলিশের তরফে আইবি-র সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আইবি এবং স্থানীয় পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তার করা হয়। 

প্রসঙ্গত, মাস দুয়েক ধরেই ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। শুধু গত মাসেই পাঁচ শতাধিক বিমানে বোমা থাকার হুমকি প্রকাশ্যে এসেছে। পরে দেখা যায়, সব বিমানে বোমা রাখার তথ্যই ভুয়া। 

 

ঢাকা/শাহেদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত