[ad_1]
পাহাড়ের চূড়ায় ছিমছাম, গোছানো ও পরিচ্ছন্ন মায়াবী এক গ্রাম। বুনো বাতাসে হাজারো গাছগাছালি দুলছে। যেন সবুজের সমুদ্রে ঢেউয়ের খেলা! এক বিকেলে লোকালয় থেকে দূরে দ্বীপের মতো বিচ্ছিন্ন গ্রামটিতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।
গ্রামটির নাম নিরালাপুঞ্জি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে ২৮ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। বাসিন্দারা ধর্মীয় পরিচয়ে খ্রিষ্টান, জাতিতে খাসিয়া। দুর্গম এ জনপদে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়।
উঁচু–নিচু সর্পিল কাঁচা–পাকা রাস্তা ধরে জিপগাড়িতে যাওয়া গেলেও অসাবধান হলে হাজার ফুট নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আঁকাবাঁকা রাস্তায় অপর পাশের গাড়িও দেখা যায় না। চালক তখন উদ্বিগ্ন মনে অন্য চালককে জিজ্ঞাসা করেন, ‘সামনে কুনু গাড়ি আছে?’
[ad_2]
Source link