এই কুকুর পিরামিডের এত উঁচুতে কীভাবে উঠল বা সেটি পরে নেমে এল কি না, সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
পিরামিডের ওপরের অপ্রত্যাশিত এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। কারণ, গ্রেট পিরামিডের সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে পর্যটকদের পিরামিডের ওপর ওঠা কঠোরভাবে নিষিদ্ধ।
মনে হচ্ছে, কারও সহযোগিতা ছাড়াই কুকুরটি পিরামিডের চূড়ায় উঠে গেছে। ফলে বিষয়টি নিয়ে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন ব্যবহারকারীরা।