স্থানীয় বাসিন্দারা জানান, একটি মামলায় ছয় মাসের সাজার পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার সহকারী উপপরিদর্শক সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একদল সদস্য ছফিউল্লাহকে গ্রেপ্তারে অভিযান চালান। এ সময় গ্রেপ্তার এড়াতে তিনি শাহরাস্তি মিয়াবাড়ি মাজারের দিঘিতে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও ছফিউল্লাহ পানিতে তলিয়ে যান। একপর্যায়ে এলাকার লোকজন জাল ফেলে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আবদুল কুদ্দুস বলেন, বিকেলে ছফিউল্লাহসহ এলাকার লোকজন একটি ঘটনার সমাধানে বৈঠকে বসেছিলেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় তিনি দিঘিতে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান। পরে এলাকাবাসী জাল ফেলে ছফিউল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করেন।