[ad_1]
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাঁসাড়া ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে সাতটি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে মাওয়াগামী ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডার পাসের ওপরে বিকল হয়। সে সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে সেটিকে ধাক্কা দেয়। পরে আরেকটি বাস এসে ট্রাকে ধাক্কা দেয়।
এদিকে, সকালে নিমতলা শিকারপুর আন্ডার পাস এলাকায় সাকুরা পরিবহনের বাস একটি কাভ্যার্ডভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে বাস ও প্রাইভেটকারসহ আরও বেশ কয়েকটি যানবাহন এসে ধাক্কা দেয়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হন। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারজিয়া বলেন, ‘ভোর থেকে সকাল পর্যন্ত আমাদের এখানে দুজন রোগী আনা হয়। তাদের মধ্যে ফরহাদ নামে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আর জাকির হোসেন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘন কুয়াশায় মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে এবং ধীরগতিতে চলাচল করছে। রবিবার ভোর থেকেই কুয়াশার চাদরে আচ্ছাদিত হয় ঢাকা-মাওয়া মহাসড়ক। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
[ad_2]
Source link