Homeদেশের গণমাধ্যমেঘাঁটিতে হামলায় বিস্মিত ইসরায়েল | প্রথম আলো

ঘাঁটিতে হামলায় বিস্মিত ইসরায়েল | প্রথম আলো


জেরুজালেম পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ইসরায়েলিরা এত বেশি সংখ্যায় বিদেশে পাড়ি জমাচ্ছেন যে ১৯৪৮ সালে জাতিসংঘের উদ্যোগে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এমন পরিস্থিতির মুখে আগে কখনো পড়েনি দেশটি।

বিদেশে যাওয়ার সময় লোকজন তাঁদের অর্থসম্পদও নিয়ে যাচ্ছেন। এ ছাড়া অনেক শিক্ষিত ও দক্ষ লোক ইসরায়েল ছেড়ে যাচ্ছেন। এভাবে লোকজন বিদেশে পাড়ি জমাতে থাকলে দীর্ঘ মেয়াদে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ৭ মাসে ৪০ হাজার ৬০০ ইসরায়েলি দেশ ছেড়েছেন। ২০২৩ সালে যত ইসরায়েলি দেশ ছেড়েছিলেন, এ বছর তার চেয়ে বেশি মানুষ দেশ ছেড়েছেন।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছর ইসরায়েল ছেড়েছিলেন ৫৫ হাজার ৪০০ মানুষ। আগের এক দশকের গড়ের তুলনায় যা ছিল সর্বোচ্চ। এর আগে ইসরায়েল থেকে প্রতিবছর গড়ে ৩৭ হাজার ১০০ ব্যক্তি বিদেশে পাড়ি জমিয়েছেন। একই সময় ২৭ হাজার ৮০০ ব্যক্তি সেখানে ফিরেছেন, যা এক দশকের গড় ২৩ হাজার ৮০০ জনের তুলনায় বেশি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত