রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে শিরোপা জয়ের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
এদিন অবশ্য ঘরের মাঠে গোল পেতে বেশ সময় নেয় রিয়াল। ম্যাচের ৩৩ মিনিটে কর্নার পায় তারা। কর্নার থেকে লুকাস ভাসকেজের বাড়ানো বলে আর্দা গুলার চমৎকার শট নিয়ে গোল করেন ( ১-০)।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪২ মিনিট) কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান বাড়ান। তাকে গোলে সহায়তা করেন মার্কো আসেনসিও।
বিরতির পর ৫১ মিনিট আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে এমবাপ্পে তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়াল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
তিন গোলে পিছিয়ে পড়ে অবশ্য ঘুরে দাঁড়ায় সেল্টা ভিগো। ৬৯ মিনিট সেল্টার জাভি রদ্রিগেজ গোল করে ব্যবধান কমিয়ে আনেন (৩-১)। আর ৭৬ মিনিটে ইয়াগো আসপাসের অ্যাসিস্ট থেকে উইলিয়ট সোয়েডবার্গ গোল করে স্কোরলাইন ৩-২ করেন।
ম্যাচের ৮৬ মিনিটে এমবাপ্পের একটি আক্রমণ সেল্টা ভিগোর ডিফেন্ডার মার্কোস আলোনসো হাত দিয়ে ঠেকান। তবে রেফারি পেনাল্টি দেননি। যেটা পেনাল্টি হওয়া উচিত ছিল।
ম্যাচের শেষ দিকে অবশ্য সেল্টা ভিগোর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
এই জয়ে রিয়াল ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে। সেল্টা ভিগো ৩৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।
রিয়াল মাদ্রিদের এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে পরবর্তী ম্যাচটি বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’। এই ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এই ম্যাচে জোড়া গোল করা কিলিয়ান এমবাপে বর্তমানে ২৪ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। চার ম্যাচ পরে তার দল ও তিনি শীর্ষস্থান দখলে নিতে পারেন কিনা দেখার বিষয়।