Homeদেশের গণমাধ্যমেঘোড়ার গাড়ি-মোটরসাইকেল শোভাযাত্রায় ইমামের রাজসিক বিদায়

ঘোড়ার গাড়ি-মোটরসাইকেল শোভাযাত্রায় ইমামের রাজসিক বিদায়

[ad_1]

নাটোরের লালপুরে জিল্লুর রহমান নামে এক ইমামকে আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। তিনি উপজেলার চংধুপুইল ইউনিয়নের গোসাইপুর মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৪০ বছর পেশ ইমামের দায়িত্বপালন করেন।

শুক্রবার (৪ এপ্রিল) তার বিদায় উপলক্ষে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। জুমার নামাজের পর বিদায়ী ইমামকে ফুলের মালা গলায় ঘোড়ার গাড়িতে বসিয়ে শোভাযাত্রা নিয়ে বাড়ি পৌঁছে দেন মুসল্লিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান আবু আল বেলাল, আনোয়ার হোসেন মাস্টারসহ অনেকে।

ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আমাদের মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমান গোসাইপুর ও মিল্কি পাড়া দুটি মসজিদে ইমামতি করেছেন। তিন একজন ভালো মানুষ ছিলেন। তার পিছনে নামাজ পড়তে পেরে আমরা গর্বিত। ছোট-বড় সবার কাছে তিনি সমান জনপ্রিয়। তাকে আমরা মসজিদের পেশ ইমাম হিসেবে রাখতে চেয়েছি। কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে আর ইমামতি করতে চাননি। তাই এমন একজন ভালো মানুষকে আমরা যথাযথ সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার চেষ্টা করেছি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, পেশ ইমাম জিল্লুর রহমান ৪০ বছর ধরে ইমামতি করলেও তিনি কখনোই কোনো রাজনৈতিক বক্তব্য দিতেন না। কোরআন হাদিসের আলোকে আমাদেরকে সুন্দরভাবে ইসলামের পথে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, ১৯৮৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি দুটি মসজিদে ইমামতি করেছেন। তিন প্রজন্মের মানুষ তার সঙ্গে নামাজ পড়েছেন। প্রত্যেকেই তার আচরণে সন্তুষ্ট। ইসলামী শরিয়া পালনের বিধি-বিধানের দৃষ্টান্ত স্থাপন করায় তিনি সকলের কাছে সমানভাবে জনপ্রিয়। বার্ধক্য জনিত কারণে তিনি ইমামতি করতে পারছেন না। তাই আমরা তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সসম্মানে মসজিদ থেকে বাড়ি পথ পর্যন্ত পৌঁছে দিয়েছি।

মুসল্লিরা জানান, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন সহি-সালামতে থাকুন।

ইমাম জিল্লুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি কোন ভুল ত্রুটি করে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

রেজাউল করিম রেজা/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত