Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে উচ্ছেদ অভিযান, জরিমানা সাড়ে ১০ লাখ

চট্টগ্রামে উচ্ছেদ অভিযান, জরিমানা সাড়ে ১০ লাখ

[ad_1]

চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ৬টি স্থাপনায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে নির্মিতব্য ৬টি স্থাপনায় ২৬টি দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্থাপনাসমূহের মালিকদের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) নগরীর পাহাড়তলী থানার বৌ বাজার, পানিরকল এলাকা ও ডিটি রোডে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এজিএম সেলিম।

অথরাইজড অফিসার তানজিব হোসেন কালবেলাকে বলেন, অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ করায় আমরা ৬টি স্থাপনায় অভিযান চালিয়ে ২৬টি দোকান উচ্ছেদ করেছি। পাশাপাশি স্থাপনার মালিকদের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে নির্মিত ভবনসমূহের বিরুদ্ধে চউকের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত