Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (০১ মে) সকালে কেইপিজেড এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ(১১)। আহতরা হলেন মোস্তাক মিয়ার পুত্র সিয়াম (১১) ও আবুল কাশেমের পুত্র সিফাত (১১)। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেইপিজেডে অব্যাহত পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এতে পাহাড়ের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা পাহাড়ের পাশে খেলা করতে গেলে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে।

এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এতে আরও দুই শিশু আহত হয়। পরে অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, পাহাড়ে শিয়ালের গর্তে শিশুরা খেলা করার সময় হঠাৎ ধসের ঘটনা ঘটে। এতে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত