Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষ, দুই পুলিশ আহত

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষ, দুই পুলিশ আহত


চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশ ও ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টার দিকে নগরীর বাহির সিগন্যাল এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করে পুলিশ। জব্দ করা রিকশা ফেরত ও পুলিশের হয়রানির বন্ধের প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশাচালকরা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক ছাড়তে বললে চালকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর রিকশাচালকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ব্যাটারিচালিত রিকশাচালকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশও বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে টিয়ারশেল ছোড়ে। এরপর সেনাবাহিনীর সদস্যরা গেলে চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক অবরোধ করে বেশ কয়েকজন ব্যাটারিচালিত রিকশাচালক বিক্ষোভ করেন। এতে লোকজনের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি হয়। পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বলতেই পুলিশের উপর হামলা করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে দুই পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।’

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলা এলাকায় দ্রুতগামী ব্যাটারিচালিত রিকশা উল্টে নালায় পড়ে শিশুর মৃত্যুর পর ব্যাটারি রিকশা বন্ধের দাবি উঠেছে। ওই ঘটনার পর থেকে পুলিশ ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। গত চার দিনের অভিযানে ৬০০-এর বেশি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। শুধু এ এপ্রিল মাসে পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত