[ad_1]
করপোরেশন সূত্র জানায়, প্রকল্পটির আওতায় নগরের ৪১ ওয়ার্ডে ৪৬৬ দশমিক ৭৪ কিলোমিটার সড়কে ২০ হাজার ৬০০টি এলইডি বাতি স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় শহরের ৪১ ওয়ার্ডে ৪০, ৬০, ১০০ ও ২৫০ ওয়াটের ২০ হাজার ৬০০টি এলইডি বাতি, ২০ হাজার ২৬৭টি জিআই পোল এবং ৫০৭টি কন্ট্রোল সুইচ বক্স বসানো হবে। পাঁচ মিটারের বেশি প্রশস্ত সড়কগুলোতে এসব বাতি লাগানো হবে। এ ছাড়া হাইড্রোলিক বিম লিফটার ও ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সংগ্রহ করা হবে। এটি সিটি করপোরেশনের ইতিহাসে আলোকায়নের জন্য গৃহীত সর্ববৃহৎ প্রকল্প।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকার প্রকল্প বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে। কেন এই প্রকল্প বাতিল করা হয়েছে, তা জানা নেই। আমরা প্রকল্প বাস্তবায়নের পক্ষে ছিলাম। এটি খুব দরকার ছিল। আর এখানে সিটি করপোরেশনের বিনিয়োগ ছিল না। অনুদান হিসেবে পাচ্ছিলাম। এটি ভালো প্রকল্প ছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম আলোকিত হতো। তাই প্রকল্পটি রাখা যায় কি না, এ জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করার চিন্তাভাবনা করছি।’
[ad_2]
Source link