[ad_1]
নিহত বাসেদের ভাতিজা হারুনর রশিদ ও শাহীন আলী বলেন, আজ সকাল ১০টার দিকে স্থানীয় একটি আমগাছের কাছে ক্রিকেট খেলছিল শিশু–কিশোরেরা। বল লেগে আম পড়ে যাবে বলে তাদের খেলতে নিষেধ করেন বাসেদ আলীর এক ভাতিজা। এ নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে আহত হয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাসেদ আলীসহ কয়েকজন। তাঁদের পথ রোধ করে আবারও হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় মাথায় শাবলের আঘাতে ঘটনাস্থলেই মারা যান বাসেদ আলী। হামলায় দুই নারীসহ আটজন আহত হয়েছেন।
মো. হারুনর রশিদ প্রথম আলোকে বলেন, প্রতিপক্ষ ধর্ষণ মামলার আসামি মো. ঝাটু আলীর ছেলে মেসবাউলের শাবলের আঘাতে তাঁর চাচা বাসেদ আলীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সেলিনা বেগম (৫০) ও ছবি খাতুন (৪৫) নামের দুই নারীসহ আটজন আহত হয়েছেন। দুই নারীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
[ad_2]
Source link