Homeদেশের গণমাধ্যমেচাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় মারা গেছে তিনটি গরু। মঙ্গলবার (২০ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাসবুল ইসলাম (৪৭) ও ছত্রাজিতপুর ইউনিয়নের বহরমপুর হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়, মৃতদের স্বজন, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয় জেলাজুড়ে। সঙ্গে ব্যাপক বজ্রাঘাতের ঘটনাও ঘটে। এ সময় সদর উপজেলার চরমোহনপুর এলাকার খাইরুল ইসলাম মাঠে ধান কাটাতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর মাঠে গরু চরানোর সময় বজ্রাঘাতে মারা যান তাসবুল ইসলাম। এ সময় তার তিনটি গরুও মারা যায় বজ্রাঘাতে।

অপরদিকে, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৪নং বাঁধ এলাকায় মাঠে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান জালাল উদ্দিন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত