সশস্ত্র বাহিনী থেকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত এক দল ব্যক্তি চাকরি ফিরে পাওয়াসহ কয়েকটি দাবিতে রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ করেছেন। তাদের এই কাযক্রমের পরিপ্রেক্ষিতে রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে অবস্থান জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় প্রেসক্লাব চত্বরে রোববার কতিপয় বরখাস্ত অথবা অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন। শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবে গমন করেন এবং অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন।’
‘প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধিবিধান অনুসারে দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে অভিযোগসমূহ কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ব্যানারে না পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দেন।’
বিস্তারিত আসছে…