Homeদেশের গণমাধ্যমেচামড়া পাচার ও পুশইন ঠেকাতে সামীন্তে সতর্ক বিজিবি

চামড়া পাচার ও পুশইন ঠেকাতে সামীন্তে সতর্ক বিজিবি

[ad_1]

কোরবানির পশুর চামড়া পাচার ও সীমান্তে পুশইন ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০৮ জুন) বিকাল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী (বিজিবিএম)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ কোনোভাবেই পুশইন না করতে পারে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়াও চোরাকারবারিরা অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে গবাদিপশুর চামড়া ভারতে পাচার করতে না পারে সেজন্য বিজিবি দিনরাত নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট জেলার অন্যতম পর্যটন স্পট, জাফলং এবং ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা। ঈদ পরবর্তী জাফলং ও সাদা পাথর এলাকায় প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। ওই পর্যটন এলাকা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা আগত পর্যটক কর্তৃক ভুলবশত আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম না করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নদীপথে নৌকায় এবং স্থলে বিজিবি স্ট্যান্ডিং টহল দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়াও ভোলাগঞ্জ সাদাপাথর দেশের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষার্থে বিজিবি তৎপর রয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিসহ অতিরিক্ত টহল তৎপরতা জারি করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত