Homeদেশের গণমাধ্যমেচার সুন্দরী নিয়ে কান উৎসব মাতালেন টম ক্রুজ

চার সুন্দরী নিয়ে কান উৎসব মাতালেন টম ক্রুজ


বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন: ইমপসিবল’ সিরিজের শেষ কিস্তি। এর নাম রাখা হয়েছে ‘দ্য ফাইনাল রেকনিং’। সেই প্রত্যাশিত ছবির বিশ্ব প্রিমিয়ার হবে চলমান কান চলচ্চিত্র উৎসবে।

প্রিমিয়ারের আগে কানের লাল গালিচায় আরও রঙিন হয়ে ধরা দিলেন টম ক্রুজ। সঙ্গে ছিল তার ছবির ৬ অভিনেত্রী। তারা এক জমকালো ফটোসেশনে অংশ নেন। সেখানে টম ক্রুজের সঙ্গে ছিলেন পম ক্লেমেন্টিয়েফ, হেইলি অ্যাটওয়েল, অ্যাঞ্জেলা ব্যাসেট ও হান্না ওয়াডিংহ্যাম।

গ্র্যান্ড প্যালেসের লাল গালিচায় অভিনেতা-অভিনেত্রীদের একত্রে দেখা যায়। ছবির পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারিও ছিলেন সেখানে। এদিনের মুহূর্তটি ছিল উৎসবে অন্যতম আকর্ষণ।

এছাড়াও সকালবেলায় পরিচালকদের একটি ম্যাস্টারক্লাস চলাকালীন হঠাৎ করে সেখানে হাজির হন টম ক্রুজ। এতে উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের মধ্যে চমক এবং উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

‘মিশন: ইমপসিবল’ ছবির শেষ কিস্তির প্রচারে কান উৎসবে টম ক্রুজ

ছবিটি শুধু ‘মিশন: ইমপসিবল’ সিরিজের শেষ অধ্যায় নয় বরং বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে টম ক্রুজের ক্যারিয়ারের একটি স্মরণীয় মোড়। তাই ছবিটির প্রচারে খুবই মনযোগী তিনি। এই সিনেমার জন্য প্রচারণায় কোনো কমতি রাখছেন না টম ক্রুজ। লন্ডনের বিখ্যাত আইম্যাক্স ভবনের চূড়ায় উঠা থেকে শুরু করে হেলিকপ্টার থেকে স্কাইডাইভ- সবই করেছেন নিজের হাতে। এমনকি টিকটকে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি যা তার পেশাদার ক্যারিয়ারে খুব একটা দেখা যায় না।

কমস্কোর বিশ্লেষক পল ডারগারাবেডিয়ান বলেন, ‘এই সিনেমা যেন থিম পার্কের সবচেয়ে বড় রাইড। টম ক্রুজের প্রচারণা অভাবনীয়।’

‘দ্য ফাইনাল রেকনিং’ ছবির বাজেট নিয়েও চলছে আলোচনা। কেউ বলছে ৩০০ মিলিয়ন ডলার, আবার কেউ বলছে ৪০০ মিলিয়নের বেশি। এই আলোচনা ছবিটিকে মার্ভেল বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ধরনের ব্লকবাস্টারের কাতারে ফেলেছে।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত