বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আপনি যে প্রশ্ন করেছেন রিগার্ডিং ইলেকশন এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।’
মির্জা ফখরুল বলেন, ‘আপনি খুব ভালো করে জানেন, চায়নিজ কমিউনিস্ট পার্টি বা চায়নিজ গভর্নমেন্ট তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা জেনেছে যে নির্বাচনের ব্যাপারে পরিস্থিতি কী, দেশে বর্তমান পরিস্থিতি কী…আমরা সেটা তাদের ব্রিফ করেছি।’
বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কী আশা করছে, জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, তারা (চীন) সব সময় বাংলাদেশে একটা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়।