Homeদেশের গণমাধ্যমেচীনের ঋণ পরিশোধের সময় ৩০ বছর করার অনুরোধ জানাবে বাংলাদেশ

চীনের ঋণ পরিশোধের সময় ৩০ বছর করার অনুরোধ জানাবে বাংলাদেশ

[ad_1]

বাংলাদেশ তিস্তা প্রকল্পে চীনের অর্থায়ন চেয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ নিয়ে এগোলেও ভারতের অস্বস্তির কারণে তা বাস্তবায়িত হয়নি। এবারের সফরে এ নিয়ে আলোচনা হবে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সফরে নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের করা সমঝোতা স্মারকের নবায়ন হবে। তিস্তা প্রকল্পের চেয়ে বড় কথা হলো আমাদের নদী নিয়ে যে সমোঝাতা স্মারক আছে, ওটার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের সেটা নবায়ন করার সিদ্ধান্ত আছে। সুনির্দিষ্ট প্রকল্পের বিষয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন।’

প্রসঙ্গত, বাংলাদেশে টেকসই নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার চায়নার একটি সমঝোতা স্মারক রয়েছে। মেয়াদোত্তীর্ণ ওই সমঝোতা স্মারক এবার পররাষ্ট্র উপদেষ্টার সফরে নবায়ন হওয়ার কথা রয়েছে।

বিগত সরকারের সময়ে পাঁচ বিলিয়ন ডলারের সহায়তা ও বাজেট সহায়তা নিয়ে বর্তমান সরকারের অবস্থানের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো কিছু বাদ রাখব না, সব কিছু নিয়ে আলাপ-আলোচনা করব। সেই আলোচনা আছে ও থাকবে। যেহেতু আমাদের সমস্যা আছে আমরা বাজেট সহায়তা নিয়ে কথা বলব। দেখি, তারা কতটুকু সহায়তা দিতে পারে।’

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত