Homeদেশের গণমাধ্যমেচুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২


কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরি করতে গিয়ে জনগণের গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কচুয়া গ্ৰামের চারু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৩৫) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্ৰামের হীরা মিয়ার ছেলে নাসির মিয়া (৩০)।

জানা গেছে, মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহজাহান এবং নাসিরকে আটক করে এলাকাবাসী। আটক করে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে বেঁধে রাখলে এলাকাবাসী তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিষসহ দুজনকে আটক করে এলাকাবাসী। তারপর এলকাবাসীর গণপিটুনিতে মারা গেলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত