[ad_1]
ম্যানচেস্টার ইউনাইটেড পায়ের নিচে মাটি যেন পাচ্ছে না। রবিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-০ গোলে হারলো তারা। চোট কাটিয়ে মাঠে ফেরা জেমস ম্যাডিসনের গোলে জিতেছে স্পাররা।
দশম মিনিটে আক্রমণে যায় ম্যানইউ। টটেনহ্যাম কিপার ভিকারিও ফিরিয়ে দেন রাসমুস হয়লুন্দকে, আলেহান্দ্রো গারনাচো ফিরতি শট নিলে আবারও বাধা হয়ে দাঁড়ান তিনি।
তিন মিনিট পর টটেনহ্যামের গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। ম্যাডিসন করেন গোল। বার্গভালের শট ম্যানইউ কিপার ফেরালে ফিরতি শটে জাল কাঁপান তিনি।
সমতা ফেরাতে মরিয়া ছিল ইউনাইটেড। ২৩ মিনিটে গারনাচো তো সেন্টার থেকে গোলপোস্টের উপর দিয়ে বল মেরে স্ট্যান্ডে পাঠান। ম্যানইউ সুবর্ণ সু্যোগ নষ্ট করে।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেমহ্যাম। ফিরেই গারনাচো দুইবার লক্ষ্যে শট নিলেও ভিকারিও সেভ করে তাকে হতাশ করেন।
লিগে ১২তম হারে ম্যানইউ ২৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৫ তে থাকলো। আর ৩০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে গেলো টটেনহ্যাম।
[ad_2]
Source link