Homeদেশের গণমাধ্যমেচ্যাম্পিয়ন আইয়ারকে ছেড়ে দেওয়া কলকাতার অধিনায়ক এবার কে

চ্যাম্পিয়ন আইয়ারকে ছেড়ে দেওয়া কলকাতার অধিনায়ক এবার কে

[ad_1]

শ্রেয়াস ও নীতীশকে ছেড়ে দেওয়ার পর কলকাতা নিশ্চয়ই তাদের আগামী মৌসুমের নেতৃত্ব নিয়ে ভেবেছে। নিলামেও যে এ বিষয়টি কলকাতার নীতিনির্ধারকদের মাথায় ছিল, সেটি বোঝা যায় ভেঙ্কির কথায়। নইলে ২০২৫ আইপিএলের জন্য ২১ জনের স্কোয়াড নিয়ে ভেঙ্কি এতটা সন্তুষ্টি হয়তো প্রকাশ করতেন না, ‘আমার মনে হয়, (নিলামে) নিজেদের পরিকল্পনায় অটল থেকে গোটা দলই দারুণ কাজ করেছে। এটাই আসল কৌশল। তবে শেষ পর্যন্ত আমরা যেসব দিক ভাবনায় রেখে দলটা যেভাবে গোছাতে চেয়েছি, সেটা করতে পেরে খুব খুশি লাগছে।’

কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে ভারতীয় সংবাদমাধ্যমে ভেঙ্কটেশ আইয়ারের নামটি বেশি উঠে আসছে। ২০২১ সাল থেকে তিনি কলকাতায় খেললেও এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল নাইটরা। কিন্তু নিলামে রাজস্থানের সঙ্গে পাল্লা দিয়ে এই অলরাউন্ডারকে চড়া দামে (২৩ কোটি ৭৫ লাখ রুপি) তারা কেনায় অনেকেরই ভ্রু কুঁচকেছে।

ভেঙ্কটেশ টি–টোয়েন্টির কার্যকরী খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাঁকে ছেড়ে দিয়ে এত দামে কেনার পেছনে কি অধিনায়কের শূন্যস্থান পূরণের ব্যাপারটিও ভেবেছে কলকাতা? এই প্রশ্নও উঠেছে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত