[ad_1]
ইউরোপা লিগের ট্রফি উঁচিয়ে ধরেছেন টটেনহাম অধিনায়ক সন হিয়ুং-মিন। সনের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত নিশ্চিত এটিই। তবু ওই ছবিটা দেখলে কী যেন নেই—এমন একটা অনুভূতি ভর করবে সবার মনেই। একটু ভালো করে দেখলেই অবশ্য বোঝা যাবে সনের গলায় চ্যাম্পিয়নের পদক নেই। গলায় পদক নেই তাঁর সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরোরও।
কাল রাতে বিলবাওয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টটেনহাম ইউরোপা লিগ জয়ের পর থেকেই এ নিয়ে আলোচনা ফুটবল বিশ্বে। কেন সনের গলায় পদক ওঠেনি, এ নিয়ে পরে ব্যাখ্যাও দিতে হয়েছে আয়োজক উয়েফাকে।
১৭ বছর পর কোনো শিরোপা জেতা টটেনহামের কাছে এ নিয়ে দুঃখ প্রকাশ করলেও এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ভুলটা আসলে টটেনহামেরই।
[ad_2]
Source link