[ad_1]
সম্প্রতি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রিমিয়ার লিগের বর্তমান কোচদের ছাঁটাই হওয়ার আশঙ্কার ক্রম নির্ণয় করেছে ক্রীড়াভিত্তিক পোর্টাল ‘গিভমিস্পোর্ট’। যেসব মানদণ্ডের ভিত্তিতে তারা এই ক্রম করা হয়েছে, সেগুলো হলো প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ এবং চ্যাম্পিয়নস লিগে সামগ্রিক পারফরম্যান্স, সাম্প্রতিক ফর্ম, ক্লাবের প্রত্যাশা, ক্লাবের ভেতর কোচের প্রভাব, কোচ নিয়ে সমর্থকদের মনোভাব।
এসব বিবেচনায় এ মুহূর্তে ছাঁটাইয়ের আশঙ্কায় সবার ওপরে আছেন টটেনহাম কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। বর্তমানে পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে আছে টটেনহাম। এই তথ্যটুকু বোধ হয় পোস্তেকোগলুর ছাঁটাই হওয়ার জন্য যথেষ্ট।
[ad_2]
Source link